মুজিব বর্ষ আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজ শেষ করেই কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামীকালই দেশ ছাড়বে জামাল ভুঁইয়ারা।
নেপালের বিপক্ষে দুই ম্যাচে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ দল। এশিয়ার সেরা দল কাতারের সাথে খেলতে যাওয়ার আগে মানসিকভাবে খেলোয়াড়দের প্রশান্তি দিবে এই দুই ম্যাচ। আগামীকাল সকাল ১০ টার ফ্লাইটে কাতার যাওয়ার কথা রয়েছে টাইগারদের।
যাওয়ার পূর্বে করোনা পরীক্ষার ফল অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইনজুরির কারণেই ফুটবলারদের তালিকা ছোট হয়েছে। ইতিমধ্যে চোটের কারনে তারিক কাজী, শহীদুল আলম বাদ পড়ছেন তা নিশ্চিত বলা চলে। মামুনুল ইসলামেরও চোট রয়েছে, তবে দলের সাথে তার যাওয়ার একটি সম্ভাবনা আছে। গতকাল করোনা পরীক্ষা করা হয়েছে খেলোয়াড়দের। আজ বিকালে ফলাফল আসার কথা। কাতারগামী দলে ২৭ জন খেলোয়াড় থাকবে এমনটা জানা গিয়েছে। এতে কপাল পুড়তে পারে ফয়সাল আহমেদ ফাহিম ও নাজমুল ইসলাম রাসেলের। তবে বিষয়টি করোনা পরীক্ষার ফলাফলের উপর নির্ভরশীল। দলে থাকা অন্য ফুটবলাররা আক্রান্ত হলে যোগ হবে ফাহিম ও রাসেল। তারাও গতকাল করোনা পরীক্ষা করেছেন।
চিন্তার বিষয় হয়ে দাড়িয়েছে কোচ জেমি ডে’র বিষয়টি। দুবার পরীক্ষা করেও করোনা পজিটিভ এসেছে তার। দলের সাথে কাতারের বিমানে চড়তে অবশ্যই তাকে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। প্রধান কোচ ছাড়া কাতারের মতো দলের সাথে ম্যাচ খেলা অনেক বেশি কঠিন হবে বাংলাদেশের জন্য।
উল্লেখ্য যে, আগামী ৪ ডিসেম্বর কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’ তে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এশিয়া চ্যাম্পিয়ন কাতার। অন্যদিকে একটি ড্রয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে বাংলাদেশ।