বাদল রায়ের মৃত্যুতে পুরো দেশের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলও শোকাহত। শোকবার্তা এসেছে কলকাতা ও নেপাল থেকে। ফুটবলে বাদল রায়ের অর্জনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তারা।

বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যমে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক শেখ ওয়াসিম আকরামের সই করা শোকবার্তা প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ‘ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক ও প্রখ্যাত ফুটবলার বাদল রায়ের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশ ও এশিয়ার ফুটবলে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাদল রায় ছিলেন একজন বিখ্যাত ফুটবলার। তার অবদান এশিয়ার ফুটবলেও রয়েছে। আমরা বাদল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

নেপালের সাবেক ফুটবলার ও অল নেপাল ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি গনেশ থাপা বাদল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং স্মরণ করেছেন তাদের কাটানো সময়টিকে। ঢাকা মোহামেডানে একসময় বাদল রায়ের সতীর্থ হয়ে খেলেছিলেন তিনি।

নিজের ফেসবুক আইডিতে গনেশ লিখেছেন, ‘বাদল রায়ের অকালমৃত্যুতে গভীরভাবে দুঃখিত। খবরটা শুনে হতবাক হয়ে গিয়েছি। বাংলাদেশ ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন, তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।’

Previous articleএখনও করোনা পজিটিভ জেমি
Next articleঅশালীন আচরণ সহ চার অভিযোগ কুমিল্লা ইউনাইটেডের বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here