কাতারের বিপক্ষে ম্যাচে আগে আবারো ইনজুরি সমস্যায় বাংলাদেশ দল। তালিকায় নতুন সংযুক্তি ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ও ইয়াসিন খান। এদের মধ্যে সুশান্ত কাতারের বিপক্ষে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন।
গত মৌসুমেও বা পায়ের পেশিতে ব্যাথা পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। এতে মৌসুমের অনেকটা সময় বেঞ্চেই কাটাতে হয়। অনেক পরিশ্রমের পর আবারো মাঠে ফিরেন তিনি। কাতার গিয়ে ইয়ো ইয়ো টেস্টের পর নিজেদের মধ্যে ম্যাচের সময় পুরোনো জায়গা ব্যাথা অনুভব করেন এই ডিফেন্ডার। ফিজিওয়ের সাথে পরামর্শের পর নিশ্চিত হন অন্তত ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ইনজুরির বিষয়ে অফসাইডকে সুশান্ত জানান, ‘আমার বা পায়ের পেশিতে ইনজুরি হয়েছে। ২ সপ্তাহের মতো সময় লাগতে পারে ঠিক হতে। তবে ফিজিও এর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। শরীরের উপরের অংশের জিম ও সাইকেলিং চালিয়ে যাচ্ছি ফিট থাকতে।’
অন্যদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের সময় ডান চোখের উপরে কেটে যায় ডিফেন্ডার ইয়াসিন খানের। ফলে চারটি সেলাই দিতে হয় তাকে। তবে কাতার ম্যাচে তাকে খেলতে দেখাও যেতে পারে।