• প্রতিযোগীতা ও সময়

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ যৌথ বাছাই

বাংলাদেশ বনাম কাতার

৪ ডিসেম্বর, ২০২০| বাংলাদেশ সময় রাত ১০ টা | আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম, দোহা।

  • ম্যাচ পূর্ব ভাবনা

ম্যাচকে সামনে রেখে জামাল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অন্তত এক পয়েন্ট নিতে চাই। কাতার শক্তিশালী দল। এশিয়ান চ্যাম্পিয়ন। এশিয়ার সেরা দল। তাদের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে তা অনেক ভালো হবে। মানুষও এক পয়েন্ট চায়। এছাড়া আমরা ভালো খেলতে চাই। ভালো খেলতে পারলে সবার জন্যই ভালো।’

অন্যদিকে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে জেমি ডে একভাবে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কাতারকে, ‘বাস্তবতা হচ্ছে কাতার হলো এশিয়ার সেরা দল। তাদের জেতা উচিত। যদি তারা না জিতে, সেটা হতাশাজনক। অর্থাৎ আমাদের জন্য নিশ্চিত করতে হবে ভালো খেলে যেন ওদের জন্য ম্যাচটা দুরূহ করে তুলতে পারি। যেন ওরা ফলটা না পায়। যে কেউ একটা সুযোগ পেলে তা কাজে লাগাতে পারে। এটা কঠিন ম্যাচ, কাতার জয় চাইবে। আর আমরা আমাদের সেরাটা দেবো।’

কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জেমি (ডে) জানে তার দল কেমন। মান,শক্তি ও দুর্বলতা। ওরা চেষ্টা করবে ভালো করতে। এমনিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে। শেষ ম্যাচে (ঢাকায়) ওরা ডিফেন্সে নেমে খেলেছিল। এছাড়া আবহাওয়া ভালো ছিল না। মাঠও তাই। ম্যাচটি সহজ ছিল না। কিন্তু আমরা আমাদের খেলাটা খেলে গেছি। এই ম্যাচেও নিজেদের খেলাটা খেলতে হবে। গোল করতে হবে।’

  • দলের খবর

ইতিমধ্যে কাতার গিয়ে ইনজুরির কারনে ছিটকে গিয়েছেন সুশান্ত ত্রিপুরা। কাতার গেলেও হয়তো মাঠে দেখা যাবে না নাবিব নেওয়াজ জীবনকে। প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারনে চার সেলাই দেয়া হয় ইয়াসিন খানকে এবং বাথরুমে পড়ে গিয়ে তিন সেলাই লেগেছে সুমন খানের। ফলে তাদেরও দলে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া বাকিরা সুস্থ আছেন। ফলে দল নির্বাচন নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।

গত দু’মাসে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করে নিয়েছে কাতার। কোন ম্যাচে জয়ের দেখা না পেলেও কোস্টারিকার সঙ্গে ড্র করে তারা। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হতে পারে আলমোয়েজ আলী। গোল করার ক্ষমতার কারনে আশরাফুল রানাদের পরীক্ষাই নিবেন এই দীর্ঘ দেহী স্ট্রাইকার। কাতার দলে তেমন কোন ইনজুরি সমস্যা নেই।

  • পরিসংখ্যান

দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্বাভাবিকভাবে এগিয়ে কাতার। ৬ দেখায় ৪ বারই জয়ী কাতার। বাংলাদেশের কোন জয় নেই। ড্র হয়েছে দুটি ম্যাচ। ফিফা ‌র‌্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে কাতার। এশিয়ার চ্যাম্পিয়নদের অবস্থান ৫৯ নম্বরে। অন্য দিকে বাংলাদেশ আছে ১৮৪তম স্থানে।

  • সম্ভাব্য ফরমেশন ও একাদশ

বাংলাদেশ দলকে দেখা যেতে পারে পূর্বের ৪-৪-২ ফরমেশনে। গোলরক্ষক পজিশনে তরুন আনিসুর রহমান জিকোকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গোল করার দায়িত্বে থাকতে পারেন নেপাল বিপক্ষে সিরিজ সেরা সুফিল। এছাড়া প্রতি আক্রমনের পরিকল্পনা থাকায় দলে মানিক মোল্লার পরিবর্তে বিপলু আহমেদকে শুরুর একাদশে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ – রানা, বিশ্বনাথ, তপু, রাফি, রহমত, জামাল, সোহেল, ইব্রাহিম, বিপলু, সাদ, সুফিল।

কাতার ৩-৫-২ ফরমেশনে খেলতে পছন্দ করে। গোল করার দায়িত্বে থাকবেন আলমোয়েজ ও আলেদীন। দুই উইং দিয়ে বাংলাদেশের ডিফেন্সে ত্রাস ছড়াতে দেখা যেতে পারে আবদেল করিম ও রো-রো কে।

কাতারের সম্ভাব্য একাদশ – বারশাম, সালমান, কোউখি, আবদুল ওয়াহাব, রো-রো, আল হাইদোস, করিম, হাতেম, আবদেল, আলেদীন ও আলমোয়েজ।

Previous articleকাতারকে ছাড় দিবে না জামাল ভুঁইয়া’রা!
Next articleকরোনা মুক্ত হলেন কাজী সালাউদ্দিন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here