চট্টগ্রামের খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পর এবার চট্টগ্রাম বিভাগের জেলাগুলো নিয়ে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফেনী জেলা দল টাইব্রেকারে স্বাগতিক চট্টগ্রাম জেলা দলকে ৪-৩ গোলে পরাজিত করেছে।

নির্ধারতি সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চার বার বল জালে জড়িয়ে টুর্নামেন্টের সেমি ফাইনালে উর্ত্তীর্ণ হয় ফেনী জেলা। চট্টগ্রাম বিভাগের ১০টি জেলা দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। বান্দরবানে প্রথম পর্বে পাঁচটি দল অংশ নেয়। বাকি পাঁচ দল নিয়ে হচ্ছে চট্টগ্রাম পর্ব। বান্দরবান পর্ব থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বান্দরবন জেলা ও কক্সবাজার জেলা।

ম্যাচের আগে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

Previous article‘সেখানে খেলা কঠিন ছিলো, এখানে তা হয়নি’
Next articleএকাডেমি কাপের সেমিতে ফেনী ও শ্যামনগর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here