প্রেশটন নর্থ ইন্ড এর ১৮৮৮-৮৯ মৌসুম ও আর্সেনালের ২০০৩-০৪ মৌসুমের দলকে ‘ইনভিসিবল’ বা অজেয় বলা হয়। কারণ তারা সে মৌসুমের নিজস্ব লীগের একটি ম্যাচও হারেনি। ঠিক এমনই কৃতিত্ব গড়লো বসুন্ধরা কিংস নারী দলের খেলোয়াড়রা। অনেক দিন পর শুরু হওয়া নারী ফুটবল লীগের তৃতীয় আসরে কোন ম্যাচ না হেরে অজেয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
আজ (বুধবার) নিজেদের শেষ খেলায় এফসি উত্তরবঙ্গকে ১৪-১ গোলে হারিয়ে লীগ শেষ করেছে কিংসের মেয়েরা। এই ম্যাচে একাই ৫ গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্য ফরোয়ার্ড কৃঞ্চা রানী সরকার করেছেন হ্যাট্রিক। এছাড়া দলের হয়ে তহুরা ২ টি,শিউলি ২ টি,সানজিদা ১ টি এবং স্বপ্না ১ টি গোল করেন। এফসি উত্তর বঙ্গের হয়ে শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করেন সুলতানা।
লীগ শেষে সাবিনার গোল গিয়ে দাড়িয়েছে ৩৫টিতে। দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে কৃষ্ণা রানী সরকার। লীগে তার গোল সংখ্যা ২২ টি।
দিনের প্রথম ম্যাচে নাসরিন ফুটবল একাডেমি ৫-১ গোলে পরাজিত করে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে।