আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমকে সামনে রেখে দল সাজাচ্ছে বাংলাদেশের ক্লাবগুলো। ভালো মানের বিদেশীদের নিয়ে শক্তিশালী করছে নিজেদের দল। দুজন উজবেকিস্তানের খেলোয়াড় নিজেদের দলভুক্ত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব উত্তর বারিধারা।
সাবেক উজবেকিস্তান জাতীয় অনুর্ধ্ব ২৩ দলের খেলোয়াড় এভেজেনি কোচনেভ’কে নিজেদের দলে নিয়েছে উত্তর বারিধারা। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় সর্বশেষ খেলেছেন উজবেকিস্তানের প্রথম সারির দল এফসি সুরতান গুজারে। এছাড়া জার্মানির দল টিএসভি ওলডেনবার্গ ও ভারতের গোকুলাম এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও রাইট ব্যাক ও রাইট মিডফিল্ডার হিসেবেও তিনি খেলতে পারেন।
এছাড়াও সাইদোস্টন ফোজিলভ নামে উজবেকিস্তানের একজন ডিফেন্ডারকেও দলে নিয়েছে বারিধারার ক্লাবটি। মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলা এই ২৪ বছর বয়সী ডিফেন্ডার সর্বশেষ খেলেছেন তাজিকিস্তান লীগের দল এফকে ইস্তারাভশনে।
ইতিমধ্যে দুই খেলোয়াড়ই দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে। তাদের নিয়ে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।