আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ক্লাবগুলো। ব্যতিক্রম নয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দলবদলে তাজিকিস্তান, বুরকিনা ফাসো ও মিশরের ফুটবলার দলভুক্ত করেছে তারা।

তাজিকিস্তান জাতীয় দলের প্রতিনিধিত্ব করা খুরশিদ বেকনাজারভকে দলভুক্ত করেছে পুরান ঢাকার দলটি। সর্বশেষ তাজিকিস্তান লীগের এফকে খুজান্দ ক্লাবে খেলেছেন এই সেন্টার ব্যাক। মূলত সেন্টার ব্যাক হলেও দুই উইং ব্যাকেও খেলতে পারেন এই ২৬ বছর বয়সী খেলোয়াড়। সর্বশেষ লীগে ১২ ম্যাচ একটি করে গোল ও এসিস্ট রয়েছে তার।

দলে ফরোয়ার্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বুরকিনা ফাসো’র আরজুমা ইভেস বামবাড়া’কে। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় বুরকিনা ফাসো’র বিভিন্ন দলে খেলেছেন। তবে তাকে দলভুক্ত করা হয়েছে বিপদে পড়েই। মূলত রবার্ট ডি সুজা নামের এক ব্রাজিলিয়ানের সাথে চুক্তি করেছিলো রহমতগঞ্জ। কিন্তু সেই খেলোয়াড় পুরো পরিবার সহ করোনা আক্রাক্ত হওয়ায় এবং কবে সুস্থ হয়ে ফিরতে পারবে তা নিশ্চিত না হওয়ার কারণেই বামবাড়াকে দলে নিয়েছে দলটি।

এদিকে পূর্বে ঢাকা আবাহনীতে খেলা মিশরের আলা নাসের’কে চুক্তিবদ্ধ করেছে ক্লাবটি। ৩০ বছর বয়সী এই সেন্টারব্যাক আবাহনী ছাড়াও টিসি স্পোর্টস ক্লাব ও এল রাজা ক্লাবে খেলেছেন। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নিয়ে আশাবাদী ক্লাবটি।

এই তিন ফুটবলারের অন্তর্ভুক্তিতে বিদেশী কোটা সম্পন্ন হওয়ার কথা রহমতগঞ্জের। কারণ গত মৌসুমে খেলা মামাদো বাহ’কে দলে রেখেছিলো ক্লাবটি। এমনকি বর্তমানে বাংলাদেশে এসে অনুশীলনও করছেন তিনি। কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর, বাহ’কে ছেড়ে দিয়ে অন্য ফুটবলার নিবে রহমতগঞ্জ। খেলোয়াড়কে অন্য দল খোঁজার বিষয়ে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে রহমতগঞ্জ নতুন খেলোয়াড় দেখছে। তালিকায় এখনও আছেন ব্রাজিলিয়ান রবার্ট ডি সুজা, তবে তার সুস্থ হওয়ার উপর বিষয়টি নির্ভরশীল।

Previous articleউত্তর বারিধারায় দুই উজবেক!
Next articleশেখ রাসেলে বখতিয়ার; বাদ পড়ছেন দেইনার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here