আর্থিক সংকটে আসন্ন ফুটবল মৌসুমে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছিলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। তবে আপাতত সমস্যা কাটিয়ে উঠার পথে ক্লাবটি। চূড়ান্ত কোন সিদ্ধান্ত না আসলেও আলোচনার ভিত্তিতে ফেডারেশন কাপে অংশ নিবে মুক্তিযোদ্ধা।
বিষয়টি অফসাইডকে নিশ্চিত করে মুক্তিযোদ্ধা কেসি’র ম্যানেজার আরিফুল ইসলাম। তিনি জানান, ‘সমস্যাটা থেকে বেরিয়ে আশার চেষ্টা করছি। স্পনসর এখনো চুড়ান্ত নয়, তবে আলাপ আলোচনা চলছে। ইনশাআল্লাহ হয়ে যাবে।‘ মূলত খেলোয়াড়দের কথা মাথায় রেখেই টুর্নামেন্টে অংশ নিবে ক্লাব। আরিফুল ইসলাম বলেন, ‘ফেডারেশন কাপ খেলা ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই কারন খেলয়াড়রা সবাই ক্লাবে। তাদের দিকটাও দেখতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্যা দ্রুতই কাটিয়ে উঠব।’
ইতিমধ্যে ক্লাবে বিদেশীরা যোগ দিয়েছেন। অনুশীলনও চলছে নিয়ম করেই। ফলে স্বাধীনতার প্রতীক হয়ে থাকা মুক্তিযোদ্ধাদের নামের এই ক্লাবটির অংশগ্রহন স্বস্তির খবরই বলা যায় দেশের ফুটবলে।