গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর কাছে পরাজিত হওয়ায় শেষ আট অনিশ্চিত ছিলো ঢাকা মোহামেডানের। কিন্তু আজ আবাহনীর জয়েই নক আউট নিশ্চিত হয়েছে তাদের। গ্রুপের অন্য দল মুক্তিযোদ্ধা সংসদ কেসি’কে ২-১ গোলে পরাজিত করেছে আকাশী-নীলরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রন নেয় ঢাকা আবাহনী। তবে প্রথম সুযোগ তৈরি করে মুক্তিযোদ্ধাই। ক্রস থেকে আসা একটি বলে বেকামেঙ্গার হেড অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক সোহেল। এরপর থেকেই শুরু হয় আবাহনীর একের পর এক আক্রমন। খেলার ৩০ মিনিটে বক্সের মাথা থেকে ফ্রি-কিকে সরাসরি গোল করেন মাসিহ সাইঘানি। তার গোলকে পুঁজি করেই লিড নিয়ে বিরতিতে যায় মারিও লেমসের শিষ্যরা।
বিরতি থেকে ফিরে নিজেদের খেলার ছন্দ অব্যাহত রাখে আবাহনী। গোলের ব্যবধান দ্বিগুন হয় ৬৯ মিনিটে। জীবনের নেয়া কর্নার থেকে বেলফোর্ট গোল করে দলের লিড আরো মজবুত করে। তবে খেলার ৮৭ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে ব্যবধান কমান রোহিত। কিন্তু শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী। মোহামেডানের ৩ পয়েন্ট নিয়ে হয়ে গ্রুপ রানার্সআপ। কোয়ার্টার ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ উত্তর বারিধারার ও মোহামেডানের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।