ফেডারেশন কাপ ২০২০ এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় পল পুটের দল। এতে সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে তারা।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো দুইদল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ফেডারেশন কাপে দশ বারের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। সোহাগের নেয়া কর্নারে কুলদিয়াতি হেড নেয়ার পর বল আবারো হেড করে জালে পৌঁছে দেন আতিকুজ্জামান। এরপর দ্রুত আরো কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। উল্টো ম্যাচের ৭ মিনিটেই সমতায় ফেরে সাইফ। ফাহিমের কর্নারে সহজ প্লেসিংয়ে গোল করেন ইমানুয়েল। এর চার মিনিট পরই সাইফ এসসি’কে লিড এনে দেন এখন পর্যন্ত ফেডারেশন কাপ ২০২০ এর সর্বোচ্চ গোলদাতা কেনেথ। গোলরক্ষক পাপ্পুর নেয়া উড়ন্ত শট নিজেদের অর্ধে ক্লিয়ার করতে ব্যর্থ হন মোহামেডান ডিফেন্ডার সোহাগ। সে বলটি নিয়েই জালের ঠিকানায় পৌঁছে দেন কেনেথ।

পিছিয়ে পড়েও নিজেদের আক্রমন অব্যাহত রাখে মোহামেডান। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফিরে শন লেনের দল। ৪৪ মিনিটে শাহেদের কর্নারে হেড করে গোল করেন সুলেমানে ডিয়াবাতে। এরপর আরো দুইবার গোল করার সুযোগ পায় সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু মোহামেডান গোলরক্ষক বিপু ও ডিফেন্ডার কুদিয়াতির বীরত্বে রক্ষা পায় তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার অন্তিম মুহূর্তে কর্নারের বিনিময়ে জন ওকোলির শট প্রতিহত করেন বিপু। অতিরিক্ত সময়ে আবারো জন ওকোলি কর্নার থেকে আসা একটি বলে শট নেন। এক্ষেত্রে বিপু পরাস্ত হলেও গোল লাইন থেকে বল ফিরিয়ে দেন কুলদিয়াতি। এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মোহামেডানের সজিবের নেয়া শট ঠেকিয়ে দেন পাপ্পু। এছাড়া সাডেন ডেথে বল বাইরে মারেন ম্যাচের প্রথম গোলদাতা আতিকুজ্জামান। ফলে ডিয়াবাতে, নাগাতা, সোহাগ, মিঠু, কুলদিয়াতি, বাপ্পির টাইব্রেকারে করা গোল বিফলে যায়। সাইফের শুধুমাত্র ডিফেন্ডার ইয়াসিন আরাফাত পোস্টে বল মেরে গোল করতে ব্যর্থ হন। বাকি কেনেথ, শাহেদ, ওকোলি, ইমানুয়েল, রহিমউদ্দিন, রহমত, সিরাজউদ্দীনরা টাইব্রেকারে। গোল করেছেন। এতে ৭-৬ ব্যবধানে জিতে শেষ চারে পা রেখেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

Previous article‘আমি চ্যালেঞ্জ নিতে চাই’
Next articleশেষ চারে পৌঁছার লড়াইয়ে মুখোমুখি কিংস-জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here