করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ভেন্যু সংখ্যা কমবে তা জানানো হয়েছিলো। কিছুদিন আগেই চারটি ভেন্যুর কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু সেই তালিকা থেকেও বাদ পড়তে যাচ্ছে একটি স্টেডিয়াম। সংস্কার কাজ চলায় নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম খেলার উপযু্ক্ত নয়। তাই দ্রুতই নতুন আরেকটি স্টেডিয়ামের খোঁজে বাফুফে’র পেশাদার লিগ কমিটি।
নরসিংদীর স্টেডিয়াম বাদ দিলে বর্তমানে ভেন্যু তালিকায় আছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম। চতুর্থ ভেন্যু হিসেবে তালিকায় যুক্ত হতে পারে ঢাকার আর্মি স্টেডিয়াম। দ্রুত কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবে ফেডারেশন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু চেয়ে আবেদন করেছে ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। নরসিংদীর ভেন্যু বাতিল হওয়ায় একই তালিকায় আছেন সাইফ স্পোর্টিং ক্লাব। এছাড়া টঙ্গীর স্টেডিয়ামকে হোম ভেন্যু করতে চেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। কুমিল্লার স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে ঢাকা মোহামেডান ও বসুন্ধরা কিংস।