সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-০ গোলে হেরে দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া হলো চট্টগ্রাম আবাহনীর। তবে হেরেও প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়েছেন কোচ মারুফুল হক।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের হারের প্রসঙ্গে কোচ মারুফুল হক বলেন, ‘শুরুতেই আমি সাইফ স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানাতে চাই। দলটি প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। আসলে আমার দলের সমস্যা হলো, বিদেশিরা শেষ মুহূর্তে যোগ দিয়েছেন। চিনেদু ম্যাথু করোনাভাইরাস থেকে সুস্থ হয়েই ম্যাচ খেলেছেন। যে কারণে বিদেশিদের পুরো সার্ভিসটা পাইনি। তাছাড়া প্রতিপক্ষের ট্যাকটিস ছিল প্রতি আক্রমণের। সে কৌশলে তারা সফল হয়েছে। আমাদের সুযোগ এসেছিল, তবে তা কাজে লাগাতে পারিনি।’
‘তারপরও আমরা যেভাবে শুরু করেছিলাম, তা সব ঠিকই ছিল। তবে আগেভাগে একটা গোল খাওয়ায় সমস্যা হয়ে যায়। তাছাড়া প্রতিপক্ষের ট্যাকটিস ছিল প্রতি আক্রমণের। সে কৌশলে তারা সফল হয়েছে। আমাদের সুযোগ এসেছিল, তবে তা কাজে লাগাতে পারিনি’- যোগ করেন চট্টগ্রাম আবাহনীর এই কোচ।
অন্যদিকে ফাইনালে দলকে নিতে পেরে খুশি সাইফ স্পোর্টিং ক্লাবের বেলজিয়ান কোচ পল পুট। খেলোয়াড়দের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ‘সাইফ স্পোর্টিংকে ফাইনলে তুলতে পেরে আমি খুবই খুশি। তিন বছর আগে কেনিয়াকে আমি কাউন্সিল ফর ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন (সিইসিএএফএ) কাপের ফাইনালে উঠিয়েছিলাম। এখানে সাইফের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুলেছি, যেটা অবশ্যই ভালো লাগার। আমি সব কৃতিত্ব ফুটবলারদের দেব। এখন পর্যন্ত আমরা নিজেদের লক্ষ্যে ভালোভাবেই আছি। আশা করি ফাইনালেও আমরা ভালো খেলা উপহার দিতে পারব।’