ফেব্রুয়ারীতেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের খেলা ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ’। গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আসন্ন মৌসুমের দলবদল। গতকাল ৫ জানুয়ারি প্রথম দল হিসেবে নিজেদের খেলোয়াড় তালিকা ফেডারেশনে জমা দিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব।
প্রিমিয়ার লীগ থেকে অবনমতি হয়ে চ্যাম্পিয়নশীপ লীগে আবার ফিরে আসা নোফেল স্পোর্টিং ক্লাব তারুণ্য নির্ভর দল করেছে৷ দলটি প্রিমিয়ার লীগে হারলেও জিতেছিলো অনুর্ধ্ব ১৮ দলগুলোকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টটি। গতকাল বাফুফে ভবনে এসে নিজেদে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দেয় ক্লাব কর্তৃপক্ষ। তারা আশাবাদী আবারো প্রিমিয়ার লীগ উর্ত্তীর্ণ হওয়ার বিষয়ে।
পহেলা ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চ্যাম্পিয়নশীপ লীগের প্রথম পর্ব চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরপর মধ্যবর্তী দলবদল শেষ করে ২০ এপ্রিল থেকে ২৫ জুন হবে দ্বিতীয় পর্ব।
নোফেল স্পোর্টিং ক্লাবের দল-
মোঃ হাবিব মিয়া, মোঃ মাহামুদুল হাসান রিতু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ আশরাফ উদ্দিন রুপক,
মোঃ জিওন সরকার, রানা বিশ্বাস, মোঃ হেলাল, নাজিম উদ্দিন মিঠু, আশিক বড়ুয়া, মোঃ তৌহিদুজ্জামান লিটন, রাকিকুল ইসলাম বিদ্যুৎ, মোঃ লিংকন, বিপুল কুমার শাকের, মোঃ সাগর, মোঃ শফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান রতন, মিরাজ, অসিম কুমার দাস, আইয়াজুল ইসলাম, শামিম মিয়া, আকরামুজ্জামান লিটন, কামরুল হাসান অতুল, আরিফুল ইসলাম, শেখ নাহিউদ্দিন লালু, সালেহ আল সারই, মাসুম মিয়া, সাকিব সুলতান রাফু, আব্দুর রহমান ইমন, রেজাউল করিম অানু, আল হুসাইন, রিফাত হুসাইন।