ভারতের আই লীগের দল কলকাতা মোহামেডানের হয়ে আজ অভিষেক হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। আসরের প্রথম ম্যাচে হোমভেন্যু সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে কলকাতা মোহামেডান খেলবে সুদেভা মুনলাইটের বিপক্ষে।

করোনায় আক্রান্ত হওয়ায় দলে যোগ দেয়া অনিশ্চিত ছিলো জামালের। তবে তা জয় করে অবশেষে ভারতে গিয়েছেন তিনি। যদিও পর্যাপ্ত অনুশীলন না থাকায় জামালকে প্রথম ম্যাচে মাঠে নামানো হবে না এমনটা শোনা গেলেও গতকাল ম্যাচ পূর্ববর্তী অনলাইন সংবাদ সম্মেলনে কোচের সাথে জামালকে দেখে সকলে ধারণা করে নিচ্ছেন প্রথম ম্যাচ থেকেই মাঠে থাকবেন জামাল।

ভারতে খেলতে এসে মানসিকভাবে কোন চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘আমি চাপ মনে করি না। কারণ এসব বিষয়গুলিকে মানিয়ে নিয়েই খেলতে হবে। ফলে আমি আমার খেলার দিকে নজর দিচ্ছি। আর চাপ না নিতে পারলে ফুটবল খেলার মানে নেই।’

নতুন চ্যালেঞ্জ নিয়ে আশাবাদী জামাল, ‘মোহামেডানে খেলা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। স্পেশালও বটে। প্রত্যেকেই রেজাল্ট চান। আমিও চাই। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আশা করি, ভালো কিছুই হবে।’

Previous articleআল-আমিনের অস্ত্রপ্রচার সম্পন্ন
Next articleজয়ে ভারত মিশন শুরু জামালের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here