গতকালই শেষ হলো ফেডারেশন কাপ। পূর্বের ঘোষণা অনুযায়ী মাত্র দুইদিন বিরতি দিয়ে ১৩ জানুয়ারিতে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন আসর। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এবারের লীগ অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। মোট ছয়টি ক্লাব কুমিল্লা, মুন্সিগঞ্জ ও টঙ্গীকে নিজেদের হোম ভেন্যু করেছে। বাকি ৭ ক্লাবই থাকছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কুমিল্লায় গতবারই হোম ভেন্যু করেছিলো ঢাকা মোহামেডান। তাদের সাথে এবার যুক্ত হলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টঙ্গীতে নিজেদের তাবু গড়ছে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব। আর নতুন সংযুক্তি মুন্সিগঞ্জকে নিজেদের ঘরের মাঠ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এছাড়া ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী হোমভেন্যু হিসেবে নিয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকেই।

হোম ভেন্যু ঠিক করলেও সব দলকে প্রথম রাউন্ডের খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলতে হবে। বাফুফে’র একটি খসড়া সূচী অনুযায়ী এমন তথ্যই নিশ্চিত হওয়া গিয়েছে। প্রথম রাউন্ডের ছয় ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৩ জানুয়ারী উদ্বোধনী খেলায় বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তর বারিধারা ক্লাব। ম্যাচটি শুরু হবে বিকেল ৪ টায়। একই সময়ে পরদিন মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এরপর যথাক্রমে ১৫,১৬,১৭ জানুয়ারি লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র – ব্রাদার্সের ইউনিয়ন, সাইফ স্পোর্টিং ক্লাব – রহমতগঞ্জ এমএফএস, ঢাকা মোহামেডান – আরামবাগ ক্রীড়া সংঘ। তবে এই ম্যাচগুলো শুরু হবে রাত ৮ টায়। প্রথম রাউন্ডের শেষ খেলায় ১৮ জানুয়ারী খেলবে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচটি হবে বিকাল ৪ টায়। প্রথম রাউন্ডে খেলা নেই মুক্তিযোদ্ধা সংসদ কেসি’র।

Previous articleফেডারেশন কাপের মুকুট কিংসের মাথায়!
Next articleমুক্তিযোদ্ধার স্পন্সর হলো হিসাব লিমিটেড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here