ভয়েস ভিত্তিক ও এআই চালিত টেলিযোগাযোগ কোম্পানি হিসাব লিমিটেড বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দল মুক্তিযোদ্ধা সংসদ কেসি’কে স্পন্সর করছে। আজ আনুষ্ঠানিকভাবে তাদের চুক্তি সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হককে প্রধান অতিথি করে এই অনুষ্ঠানে দুইপক্ষের চুক্তি হয়। মূলত সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানিটি সাড়া দিয়েছে দলের জাপানি ফুটবলার ইউসুকে কাতোর ডাকে। কোম্পানিটি জাপান ও বাংলাদেশ দুই দেশেই চলমান রয়েছে। জাপানের অফিসের সাথে কাতো যোগাযোগোর পর তারা বাংলাদেশের অফিসের নিজেদের অবস্থা জানায়। এরপরই চুক্তির কথা এগিয়ে যায়।

মৌসুম শুরু আগেই চরম আর্থিক সংকটে পড়া মুক্তিযোদ্ধা সংসদ কেসি ক্যাম্প বন্ধ করে দিচ্ছিলো। তখনই জাপানি খেলোয়াড় কাতো সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেন। এরপর ফেডারেশন কাপের জন্য দুটি স্পন্সর পেলেও লীগের আগে বড় স্পন্সর পাওয়া খুবই জরুরী হয়ে দাড়ায়। অবশেষে হিসাব লিমিটেড তাদের পাশে এসে দাড়ানোয় খুশি কাতো। তিনি বলেন, ‘ আমি এতোটা আশা করিনি। আমি ভিডিও দিয়েছিলাম আমার সতীর্থ ও এই বড় দলটির সাহায্যের জন্য। হিসাবের মতো বড় স্পন্সর আমি অনেক খুশি।’

মুক্তিযোদ্ধা কেসি’র ম্যানেজার আরিফুল ইসলাম অফসাইডকে জানান, ‘হিসাবের সাথে আমাদের এই মৌসুমের চুক্তি হয়েছে। তারা এক কোটি টাকা দিচ্ছে। ভবিষ্যতে যদি আমরা ক্লাবের কাঠামো পরিবর্তন করে পেশাদার মোড়কে আসতে পারি তবে লিমিটেড কোম্পানি করে আমাদের সাথে পাঁচ বছরের চুক্তি করবে তারা এমনটা আশ্বাস দিয়েছে।’

Previous articleলীগের প্রথম রাউন্ডের সব খেলা বঙ্গবন্ধুতে!
Next articleশাস্তির আওতায় ফেডারেশন কাপের শৃঙ্খলাভঙ্গকারীরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here