বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ড্র হয়েছে ঢাকা ডার্বি। ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচটি ২-২ গোলের সমতায় সমাপ্ত হয়।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে আতিথ্য দেয় সাদা-কালো শিবিররা। ম্যাচের শুরু থেকেই জমজমাট হয়ে হয়ে খেলা। প্রায় গ্যালারি পূর্ণ দর্শকের সামনে প্রথমে গোল করে আকাশী-নীল জার্সিধারীরাই। ১৪ মিনিটের সময় মাসিই সাইঘানির ফ্রি হেড করে নামান কার্ভেন্স বেলফোর্ট। সেখান থেকে ডাইভিং হেডে বল জালে পৌঁছে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো তোরেস।
তবে ম্যাচে ফিরতে বেশি দেরী করে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। এর তিন মিনিট পরই বাপ্পি থেকে বল পেয়ে অসাধারণ ফ্লিকে গোল করেন সুলেমানে দিয়াবাতে। তবে বিরতিতে যাওয়ার আগে অবশ্য লিড পায় মারিও লেমোসের শিষ্যরা। ৩৩ মিনিটে তোরেসের একটি শট কুলদিয়াতির গায়ে লেগে বক্সে ফাঁকা অবস্থায় পেয়ে যান জুয়েল রানা। সেখান থেকে বা পায়ের কোনাকুনি শটে গোল করেন তিনি।
পিছিয়ে পড়া মোহামেডান বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়। ম্যাচে ৬৫ মিনিটে আবারো দলকে সমতায় ফেরান ডিয়াবাতে। জটলার মধ্য থেকে তার সাইড ভলি শহীদুল আলম সোহেলকে পরাস্ত করলে স্বস্তি ফিরে মোহামেডান শিবিরে। এরপর আর কোন গোল না হলে ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
সমান ৪ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে মোহামেডান সংগ্রহ করেছে ৫ পয়েন্ট।