আগামী ৭ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লীগ বাংলাদেশ চ্যাম্পয়িনশীপ লীগ (বিসিএল)। এক অনলাইন সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১ এবার ১২ টি ক্লাব অংশগ্রহন করবে। ক্লাবগুলো হলো নোফেল স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রনী ব্যাংক লি. স্পোর্টস ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি ফুটবল ক্লাব, ওয়ারী ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ, কাওরান বাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ফর্টিস এফসি লি. এবং উত্তরা ফুটবল ক্লাব।
লীগের সবকটি খেলা কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকল খেলোয়াড় ও কর্মকর্তাকে কোভিট নেগেটিভ হওয়া সাপেক্ষে অংশগ্রহন করতে হবে।