তৃণমূল ফুটবল নিয়ে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাম্প্রতিক সময়ে দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা একাডেমিগুলো স্বীকৃতিও দিয়েছে তারা। বাফুফে’র কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাংলাদেশকে ব্রোঞ্জ পদক দিয়েছে তারা।
মোট তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি দেয়া হয় এএফসি থেকে। গোল্ড, ব্রোঞ্জ ও সিলভার। বাংলাদেশকে তিন বছরের জন্য এই ব্রোঞ্জ পদক দেয়া হয়েছে। প্রতি ৬ মাসে নিজেদের কার্যক্রম এএফসিকে জানাতে হবে। কার্যক্রম ধরে রাখতে না পারলে বাতিল করা হবে পদক।
দক্ষিণ এশিয়ার মধ্যে এর আগে ভুটান, ভারত ও নেপাল এই কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশ নতুন সংযুক্তি এই তালিকায়।
সাফল্য পেয়ে বাফুফের গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ জানান, ‘আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং এটি আমাদের ডিএফএ ও জেলার কোচদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা অত্যন্ত খুশি।’