মৌসুম শুরুর আগে অনেকটা চমক দিয়ে ভারত থেকে পুরো কোচিং স্টাফ এনে আলোচনার সৃষ্টি করে আরামবাগ ক্রীড়া সংঘ। প্রধান কোচ হিসেবে আসা ভারতে সুব্রত ভট্টাচার্য অনেকদিন আগেই যোগ দিয়ে দলকে নিয়ে নীলফামারিতে ক্যাম্প করেন। কিন্তু আশানুরূপ ফলাফল আসেনি মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে। তাই ক্লাবের স্বার্থেই তাকে বিদায় দিয়েছে আরামবাগ।

ফেডারেশন কাপের পরপরই ছুটির কথা বলে ভারতে চলে যায় সুব্রত। এরপর আর ফেরেননি। ধারণা করা হয়, ক্লাবের সাথে বিভিন্ন বিষয়ে একমত হতে পারছেন না তিনি। তাই তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ব্রাজিলের ডগলাস সিলভা। দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ডগলাস সর্বশেষ কাজ করেছেন ভারতের আই লীগের দল টারু এফসিতে। রয়েছেন মালদ্বীপ ও ব্রাজিলে কাজ করার অভিজ্ঞতাও। এমনকি খেলোয়াড়ী জীবনে তিনি ভারতের ইস্টবেঙ্গল ও ভবানিপুর এফসি’তে খেলেছেন।

সুব্রত’ পাশাপাশি বিদায় দেয়া হয়েছে তার সহকারী চন্দন রাঠোরকেও। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে এসে দলের দায়িত্ব নেয়ার কথা রয়েছে ডগলাস সিলভার।

Previous articleঅনিশ্চয়তায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ; আফগানিস্তানের ‘না’
Next articleদল না পাওয়ায় পেছাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here