আজ মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২০-২১ এর আসর।
বাফুফে’র দেয়া নতুন বর্ষপূঞ্জি অনুযায়ী সবচেয়ে ব্যস্ত সময় যাবে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের। প্র্যাকটিসের জন্য ঢাকার দলগুলোর অন্যতম ভরসা এই স্টেডিয়াম। আজ থেকে এই মাঠেই শুরু হচ্ছে খেলা। বিসিএল এর পরপর শুরু হবে তৃতীয় বিভাগ ফুটবল। পর্যায়ক্রমে পাইওনিয়ার লীগ, মহিলা ফুটবল লীগ এভাবে চলতে থাকবে একের পর এক খেলা। ফলে মাঠের দূরাবস্থা নিয়ে চিন্তিত অনেকেই। এছাড়া খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার ভয়তো আছেই।
আজ চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ক্লাব ও উত্তরা ফুটবল ক্লাব। বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। বাফুফের সিনিয়র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী উদ্বোধন করবেন টুর্নামেন্টির।
প্রিমিয়ার লিগে উঠার এই লড়াইয়ে চ্যালেঞ্জ জানাবে ৩-৫ টি ক্লাব। নোফেল স্পোর্টিং ফরাশগঞ্জের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বীতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে উত্তরা ফুটবল ক্লাব ও নবাগত ফর্টিস ফুটবল ক্লাব।