করোনার কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত ছিলো। গত ডিসেম্বরে কাতারের বিপক্ষে ম্যাচ খেলার পর বাংলাদেশের তিনটি হোম ম্যাচ রয়েছে। কিন্তু করোনার কারণে বাংলাদেশে আসতে চায় না গ্রুপ ‘ই’ এর অন্য দুই দল আফগানিস্তান ও ওমান। অন্য দল ভারত এখনও কিছু জানায়নি।
ফলে এই বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সিদ্ধান্তের অপেক্ষায় দলগুলো। প্রতি দেশের সাথে আলাদা ভাবে কথা হলেও আগামী ১৭ ফেব্রুয়ারী গ্রুপ ‘ই’ এর দেশগুলোর সাথে টেলি কনফারেন্সের মাধ্যমে পরবর্তী খেলার সময় ও ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে চায় এএফসি। এ বিষয়ে দলগুলোকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তারা।
আগামী ১৭ তারিখ যদি কেন্দ্রীয় ভেন্যুতে ম্যাচ খেলার সিদ্ধান্ত হয় তবে ঘরের মাঠে ম্যাচ খেলার সুযোগ হারাবে জামাল ভুঁইয়া’রা।