এএফসি কাপ ২০২১ এর গ্রুপ ‘ডি’ তে রয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাছাই পর্ব পার হতে পারলে একই গ্রুপে যুক্ত হবে বাংলাদেশের আরেক ক্লাব ঢাকা আবাহনী। তবে করোনা ভাইরাসের কারনে কেন্দ্রীয় ভেন্যুতে খেলা হবে বিধায় ভারতের ক্লাব মোহান বাগান আগেই ভেন্যু পেতে আবেদন করেছে। বাংলাদেশের দলও ঘরের মাঠের সুবিধা নিতে পিছিয়ে থাকতে চায় না। বসুন্ধরা কিংসের সম্মতিতে সিলেটে ভেন্যু চেয়ে আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
গত ১৭ ফেব্রুয়ারী গ্রুপ ডি’এর সকল খেলা সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করার অনুমতি চেয়ে এএফসি’র ফরম পূরণ করে তা জমা দিয়েছে বাফুফে। অনুশীলন মাঠ হিসেবে সিলেট বিকেএসপি ও আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর নাম জমা দিয়েছে ফেডারেশন। তবে এএফসি’র শর্ত অনুযায়ী স্টেডিয়ামে থাকতে হবে চারটি ড্রেসিং রুম। ফলে প্রতিযোগীতা শুরুর পূর্বে সিলেট স্টেডিয়ামে আরো দুটি ড্রেসিং রুম বানানো হবে বলে এএফসিকে অবহিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ২২ ফেব্রুয়ারী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এএফসি।
উল্লেখ্য যে, গ্রুপ ডি’তে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গী ভারতের এটিকে মোহন বাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব। বাছাই পর্ব থেকে গ্রুপে যুক্ত হবে আরেকটি দল। আগামী ১৪ মে হতে ২০ মে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।