বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিং ক্লাবকে তারা ১-২ গোলে পরাজিত করে।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুতে লিড নেয় সাইফ এসসি। ম্যাচের ১৮ মিনিটে ফয়সাল ফাহিম থেকে বল পেলে বক্সে ডুকে কোনাকুনি শটে গোল করেন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি।
পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ায় অস্কার ব্রুজনের শিষ্যরা। চার মিনিটের ব্যবধানে দুবার গোল করে তারা। প্রথমে ম্যাচের ৩৩ মিনিটে ফার্নান্ডেজের নেয়া শট সাইফ গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতে বলে হেড করে তা জালের ঠিকানায় পৌঁছে দেন তৌহিদুল আলম সবুজ। এরপর ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল কাঁপান ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো। এতে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধেও দুদলই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। তবে ৮৩ মিনিটে কপাল পুড়ে সাইফের। বিশ্বনাথ ঘোষ জন ওকোলিকে ফেলে দেয়ায় পেনাল্টি পায় তারা, কিন্তু কেনেথের পেনাল্টি ফিরিয়ে দেন কিংস গোলরক্ষক জিকো। এতে আর সমতায় ফেরা হয়নি পল পুটের শিষ্যদের।
এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে সাইফ এসসি ৬ষ্ঠ স্থানে।