বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই স্পট কিক থেকে মোরোর গোলে এগিয়ে যায় আরামবাগ ক্রীড়া সংঘ। প্রথমার্ধের শেষ দিকে ব্রাদার্সকে সমতায় ফেরায় মিডফিল্ডার ফয়সাল মাহমুদ।
বিরতি থেকে এসে ৫৫ মিনিটে নাইজেরিয়ান স্যামসনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। দুই মিনিট বাদে নিহাত জামানের গোলে সমতায় ফেরে আরামবাগ।
তবে এরপর ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৬১, ৭১ ও ৯২ মিনিটে তিন গোলে এগিয়ে গিয়ে ৫-২ লীড নেয় ব্রাদার্স ইউনিয়ন। লীগে এটি ব্রাদার্সের প্রথম জয়।
অন্যদিকে আরামবাগ ১১ ম্যাচ শেষে ১ ড্র ও ১০ হারে এক পয়েন্ট নিয়ে তলানিতে রইলো।
অপরদিকে ব্রাদার্স ১২ নম্বরে।