আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৫ মার্চের খেলা নির্দিষ্ট সময়ে হচ্ছে না তা একপ্রকার ধরেই নেয়া যায়। তবে এএফসি সময় চেয়েছে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে। এরই মধ্যে চার জাতির একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে নেপাল থেকে ডাক পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নেপালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পিছিয়েছে। তা অনুষ্ঠিত হবে জুনে। তাই অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন মার্চের ফিফা উইন্ডোতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানেই আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে।
আগামী ২১ মার্চ হতে ৩০ মার্চ ফিফা উইন্ডো রয়েছে। তখনই টুর্নামেন্টি আয়োজন করতে চায় নেপাল। বাংলাদেশ ছাড়াও চারজাতি টুর্নামেন্টের জন্য ওসেনিয়া অঞ্চলের তাহিতি ও আফ্রিকার লাইবেরিয়াকে আমন্ত্রণ জানিয়েছে আনফা। কাঠমুন্ডু অথবা পোখড়ানে হতে পারে টুর্নামেন্টটি।
বাফুফে থেকে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি, কেননা এএফসি’র সিদ্ধান্তে উপর ঝুলে আছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটির ভাগ্য।