নেপালের আয়োজনে আগামী ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া তিন জাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)।
টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশের সাথে অংশগ্রহন করবে কিরগিজস্তান অনূর্ধ্ব ২৩ দল।টুর্নামেন্টটি ফিফার স্বীকৃতি পাবে এবং রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। টুর্নামেন্টের সবকটি ম্যাচই দশরথ স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আনফা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অফসাইডকে জানান, ‘আমরা মৌখিকভাবে অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছি।’
নেপালের ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর বাছাই পর্বে অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাঠের ম্যাচটি পিছিয়ে গিয়েছে। বাংলাদেশেরও আফগানিস্তানের সাথে এই মাসে খেলা হওয়ার সম্ভাবনা কম। তাই সুযোগটি লুফে নিতে চায় দুইপক্ষই।