নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল নিয়ে নেপালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।এ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল যাবে ১৮ মার্চ। প্রত্যেক দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
লিগ ম্যাচগুলো হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। যদিও অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এখনও ফিকশ্চার চূড়ান্ত করেনি। বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, শনিবারের মধ্যে তারা ফিকশ্চার চূড়ান্ত করবেন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘বাংলাদেশ বিমান থেকে ফ্লাইট নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল শুরু না হলে আমাদের চার্টার্ড ফ্লাইটে করে দল পাঠাতে হতো। সেভাবেই প্রস্তুতি ছিল আমাদের।’
টুর্নামেন্টের জন্য শনিবার শুরু হবে অনুশীলন। মতিঝিলের একটি আবাসিক হোটেলে হবে ফুটবলারদের ক্যাম্প। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে অনুশীলন। প্রধান কোচ জেমি ডে টুর্নামেন্টের জন্য ২৪ জনকে ক্যাম্পে ডেকেছেন।