ফিফা ও বাফুফের ফান্ড নিয়ে যে কথাগুলো উঠেছে তা ঠিক নয়। এক ভিডিও বার্তায় বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
তিনি বলেছেন, ‘মিডিয়াতে দেখছি ফিফা ও বাফুফের ফান্ড নিয়ে গল্প। এটা সত্যি নয়। কারণ, আজকে (বুধবার) আমি ফিফার থেকে ফান্ড পেয়েছি এবং ১৫ দিন আগেও পেয়েছি।’
ফিফার মন্তব্য নিয়ে সালাউদ্দিন বলেন, ‘ফিফা যেটা বলেছে সেটা খুবই সাধারন। সব সময়ই তারা টাকা পাঠানোর আগে ও পরে কিছু পর্যবেক্ষণ করে। এটা করতেই পারে। আমিও তো আমার অফিসে টাকা রিলিজের আগে জিজ্ঞেস করি কি জন্য করছো, কেন করছো। এটা নিয়ে যদি কেউ স্টোরি বানায়, সেটা খুব অপ্রত্যাশিত।’
বাফুফে ফিফাকে অনুরোধ করেছে কনসালটেন্ট দিতে। ফিফা তাতে সাড়াও দিয়েছে, এ মাসের মধ্যেই তারা কনসালটেন্ট নিয়োগ দেবে।