বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদলের খেলোয়াড় নিবন্ধনের সময় আরো দশ দিন বাড়ানো হয়েছে। দলবদল শেষ হওয়ার কথা ছিল ৭ এপ্রিল বুধবার। তবে ফিফার সাথে আলোচনা করে করোনার কারণে আরো সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
৯-১০ এপ্রিলের মধ্যে বিপিএল এর খেলা শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সরকারী ভাবে আবারো লকডাউন দিলে খেলা পেছানোর ঘোষণা দেয় বাফুফে। এতে মধ্যবর্তী দলবদলের সময় বাড়ানোর কথাও চিন্তায় আনে তারা। ফলে ফিফা’র সাথে আলোচনা করে আরো দশ দিন দলবদলের সময় বাড়িয়েছে ফেডারেশন।
ইতিমধ্যে অনেকগুলো ক্লাবই নিজেদের মধ্যবর্তী দলবদল সম্পন্ন করেছে। দেশীয় খেলোয়াড়দের মধ্যে আলোচিত হয়েছে বসুন্ধরা কিংস থেকে মিডফিল্ডার রবিউল হাসানের মোহামেডানে যোগদান। বড় কোন বিদেশীর দলবদল এখনও না হলেও রেলিগেশনের লড়াইয়ে থাকা ক্লাবগুলো কিছু বিদেশী এনেছে।