ঢাকা আবাহনীর এএফসি কাপের ম্যাচকে ঘিরে আলোচনা শেষই হচ্ছে না। গত ১৪ এপ্রিল ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনা মহামারীতে লকডাউনের ফলে তা বার বার পিছিয়ে যাচ্ছে। ভেন্যু নিয়েও চলছে জটিলতা। নেপাল, ভারত, মালদ্বীপে খেলার প্রস্তাব দেয়ার শেষে আবারো ঢাকায় খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা।
২ বা ৩ মে খেলার একটি প্রস্তুতি শুরুও করেছিলো আবাহনী। কিন্তু পুনরায় সারাদেশে লকডাউন দেয়ায় তা পিছিয়ে যাচ্ছে আরো কিছুদিন। নতুনভাবে এএফসি’কে ৫ থেকে ৭ মে ঢাকার মাঠেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।
এক ভিডিও বার্তায় ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘ম্যাচটি নিয়ে এএফসি আমাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছিল। আমরা ভারত ও মালদ্বীপের সঙ্গে আলোচনা করেছি। মালদ্বীপ ম্যাচটি আয়োজন করবে কিনা সে বিষয়ে পরিস্কার করে কিছু বলেনি। আর ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বন্ধ রয়েছে। তাই আমরা ৫, ৬ ও ৭ মে ম্যাচটি ঢাকায় আয়োজনের কথা এএফসিকে অবহিত করেছি।’