করোনা মহামরীতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা চালু করার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৩০ এপ্রিলেই মাঠে গড়াবে লীগে দ্বিতীয় পর্বের খেলা। আগামীকাল ফিক্সচার প্রকাশ করবে ফেডারেশন।
প্রথম পর্বের খেলা শেষে ৯ এপ্রিল শুরু হওয়ার কথা ছিলো দ্বিতীয় পর্বের খেলা। তবে করোনা মহামরীতে সারা দেশে লকডাউন দেয়ায় তা পেছানো হয়। কিন্তু খেলা না চলায় আর্থিকভাবে সমস্যায় পড়ছে ক্লাবগুলো। তাই বাফুফের পেশাদার লীগ কমিটি দুটি জরুরী বৈঠক করে ৩০ এপ্রিল ফিরতি পর্বের খেলা শুরু সিদ্ধান্ত নেয়।
লীগ শুরুর বিষয়ে ভিডিও বার্তায় বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘৩০ এপ্রিলই লিগ শুরু হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল লিগের সূচি দেওয়া হবে। এই বিষয়ে সেদিনই বিস্তারিত আমরা বলতে পারবো।’
এদিকে লীগ পেছানোর দাবিতে ফেডারেশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছে তিনটি ক্লাব। তবে ফেডারেশন খেলা পেছাতে চায় না। তাই ক্লাবগুলোর আবেদনের বিষয়েও সিদ্ধান্ত আগামীকাল জানা যাবে।