এএফসি কাপ ২০২১ এর দক্ষিণ অঞ্চলের গ্রুপ পর্বের প্লে অফ থেকে ঢাকা আবাহনী লিমিটেডকে সরিয়ে দিলো এএফসি। বাংলাদেশের কোভিড পরিস্থিতি বা অন্যান্য বিষয় বিবেচনায় আবাহনী এএফসি কাপ ২০২১ থেকে সরে এসেছে মনে করে সিদ্ধান্ত দেয় সাব কমিটি। এতে পরের রাউন্ডে উর্ত্তীর্ন হলো আবাহনীর প্রতিপক্ষ ক্লাব ঈগল।

সর্বশেষ এএফসি’কে দেয়া চিঠিতে ঢাকা আবাহনী ৫ মে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের বিষয়ে প্রস্তাব দেয়। এমনকি ক্লাব ঈগলকে বাংলাদেশের ভিসা পেতে সহযোগীতাকরার পাশাপাশি কোভিড টেস্ট ও কোয়ারেন্টাইনের বিষয়ে প্রতিপক্ষকে সর্বোচ্চ সহযোগীতা দেয়ার কথা উল্লেখ করে আবাহনী। কিন্তু আজ এএফসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবাহনীকে বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশের করোনা পরিস্থিতি, ভ্রমন নিষেধাজ্ঞা ও চলমান লকডাউনের কথা বিবেচনায় নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সময়ের কথা মাথায় রেখে আবাহনী সরে দাড়িয়েছে মনে করে সিদ্ধান্ত দেয় তারা।

এই বিষয়ে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপূ অফসাইডকে জানান,

‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ম্যাচ আয়োজন করার জন্য। কিন্তু এএফসি আমাদের বাদ দিয়ে দিয়েছে। আমরা এখনো চিঠি পাইনি। চিঠি পেলে বিস্তারিত জানাতে পারবো আমাদের কি কারনে বাদ দেওয়া হয়েছে। তবে ১১ তারিখ যদি মালদ্বীপে ম্যাচ হতে পারে তাহলে আমাদেরটা হতে কি সমস্যা ছিলো সেটা আমাদের বোধগম্য নয়।’

Previous articleএখনও মাঠে নামা হচ্ছে না বাংলাদেশী কিংসলের!
Next articleবারিধারাকে বিধ্বস্ত করে দ্বিতীয় পর্ব শুরু কিংসের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here