বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ আজকের দিনের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল। লিগের প্রথম ম্যাচেও রহমতগঞ্জ কে হারিয়েছিল সাইফুল বারী টিটুর শীষ্যরা।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রহমতগঞ্জ। প্রথমার্ধের তিন মিনিটের মাথায় লিড নেয় শেখ রাসেল।বখতিয়ারের সেট পিস থেকে হেডে বল জাল জড়ান আসররভ। এ নিয়ে শেখ রাসেলের জার্সিতে এটি এ তাজিক ডিফেন্ডারের তৃতীয় গোল। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন দুশবেকভ।
দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।বিরতির পর আরো একটি গোল হজম করে ম্যাচ থেকে সিটকে যায় রহমতগঞ্জ। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে শেখ রাসেল ।
মাঝমাঠ থেকে আসসরভের নেয়া ফ্রি-কিক থেকে ডি-বক্সের ভেতরে ভেসে আসা বলকে দারুণ হেডে লক্ষ্যে পৌঁছে লিগের নিজের পঞ্চম গোলটি করেন ব্রাজিলয়ান জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজ।
এ জয়ে ১৪ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে শেখ রাসেল । আর ১৪ পয়েন্ট নিয়ে আটে অবস্থান করছে রহমতগঞ্জ।