বিশ্বকাপ ২০২২ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইয়ের বাকি তিন ম্যাচের জন্য ৩৩ জন ফুটবলারকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর পূর্বে ঐ দেশে দুটি প্রস্তুতি ম্যাচও খেলতে চায় বাংলাদেশ।
আগামী ২৫ ও ২৯ মে ম্যাচ দুটি খেলার আগ্রহের কথা জানিয়েছে বাফুফের জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘আমরা তাদেরকে (কাতার ফুটবল ফেডারেশন) অনুরোধ করেছি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়ে। শীর্ষ দুটি দলের সঙ্গে খেলতে চাই আমরা, যেন আমাদের প্রস্তুতিটা ভালো হয়।’
আগামী সোমবার থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। ১২ মে পর্যন্ত খেলোয়াড়রা থাকবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যেদিন যে ক্লাবের খেলা শেষ ওই ক্লাবের ডাক পাওয়া খেলোয়াড়রা সেদিন ক্যাম্পে উঠবেন। ঢাকায় ক্যাম্প চলবে ২১ মে পর্যন্ত। তারপর দল চলে যাবে কাতার।
বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে অংশ নেয়া খেলোয়াড়রা মালদ্বীপ থেকে সরাসরি কাতার চলে যাবে। কিংসের মোট ১০ জন খেলোয়াড় রয়েছে জাতীয় দলের স্কোয়াডে। ২১ অথবা ২২ মে তারা কাতার রওনা হবে।