কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ বাছাই পর্বের প্রস্তুতির জন্য ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তার সাথে এসেছেন গোলকিপার কোচ লেস্লে ক্লেভারলি।

১১ মে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে রাত ১২:১৫ তে লন্ডন থেকে ঢাকায় এসেছেন পৌঁছান তারা। তাদের সাথেই সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের আসার কথা থাকলেও তিনি আসতে পারেন নি। তার করোনা পরীক্ষার রিপোর্ট অস্বচ্ছ থাকায় আবারো করোন পরীক্ষার পর ঢাকার ফ্লাইট ধরবেন তিনি।

ঢাকা আসার পর জেমিদের আবারো করোনা পরীক্ষা করা হয়েছে। এরপর ফলাফল নেগেটিভ হলে পাঁচদিন কোয়ারান্টাইন শেষে যোগ দিতে পারবেন অনুশীলনে। জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে সোমবার। ক্যাম্পে ৩৩ ফুটবলারকে ডেকেছেন কোচ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ জুনে কাতারে অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।

Previous articleমোস্তফার জোড়া গোলে বারিধারার সহজ জয়!
Next articleশেখ জামালকে চমকে দিয়ে লিগের প্রথম জয় আরামবাগের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here