তীব্র গরম, বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই আবহাওয়ায় অল্প কিছুক্ষণ দাড়িয়ে থাকাও যেন এক চ্যালেঞ্জ। কিন্তু এই গরমের মধ্যেই আজ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীশ ফুটবল দল।
ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমদিনের অনুশীলন শেষ করেছে ক্যাম্পে থাকা ৩২ ফুটবলার। সকাল ১০টা অনুশীলন চলে প্রায় দুই ঘন্টা। হেড কোচ জেমি ডে’র পাশপাশি তার তিন সহকারী কোচ খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতি শুরু করেছেন।
যেহেতু বাকি তিনটি ম্যাচই কেন্দ্রীয় ভেন্যু কাতারে অনুষ্ঠিত হবে, তাই এই গরমে অনুশীলনকে ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল,
‘এই গরমে অনুশীলন আমাদের জন্য উপকারী হবে, কারণ কাতারে এরচেয়ে বেশি গরম হয়, বাতাসও অনেক গরম থাকে সেখানে।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ জুনে কাতারে অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।