মহিলা ফুটবল লিগ ২০২০-২১ এর আজকের দিনের প্রথম খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এফসি ব্রাহ্মণবাড়িয়া ৬-০ গোলে পরাজিত করেছে তারা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মারিয়া মান্ডার বাড়ানো থ্রু বল নিয়ে বক্সে ডি বক্সে ডুকে পড়েন কৃষ্ণা। সেখানে দুজন ডিফেন্ডাকে কোন সুযোগ না দিয়ে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। এরপর ১৬ মিনিটে আবারও মারিয়া-কৃষ্ণা জুটির চমক। মারিয়ার দেয়া পাস ডি বক্সের সামান্য বাইরে থেকে জোড়ালো শটে তিন কাঠির নিচে পৌঁছে দেন কৃষ্ণা। এরপর আরো কয়েকবার গোলের কাছাকছি গিয়েও ব্রাহ্মণবাড়িয়ার গোলরক্ষক ও ডিফেন্ডারদের কাছে আটকা পড়েন কিংসের খেলোয়াড়রা। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবিনা খাতুনরা।

 

বিরতির পর নিজেদের আক্রমনের ধারা অব্যাহত রাখে কিংসের মেয়েরা। ৫৪ মিনিটে বদলি নামা শামসুন্নাহার জুনিয়র ডান প্রান্ত থেকে করা ক্রসে হেড করে গোল দিয়ে ব্যবধান ৩-০ করেন। এর দুই মিনিট পরেই ডিফেন্স থেকে লম্বা থ্রু শট নিয়ন্ত্রণে নিয়ে গোল মুখে এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। গোলরক্ষক মাহমুদা একেবারে সামনে চলে আসলে শামসুন্নাহার তা কৃষ্ণাকে পাস দিয়ে দেন। এতে সহজেই গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন কৃষ্ণা।

এরপর ৫৯ মিনিটে সুলতানা বাঁ প্রান্ত থেকে করা ক্রসে পা ছুঁইয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে পঞ্চম গোলটি করেন শামসুন্নাহার জুনিয়র। ম্যাচে ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করে ব্রাহ্মণবাড়িয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মারিয়া মান্ডা। এতে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রইলো বসুন্ধরা কিংস। অন্যদিকে লিগের নিজের প্রথম হারের স্বাদ পাওয়া এফসি ব্রাহ্মণবাড়িয়ার সংগ্রহ ৬ পয়েন্ট।

Previous article‘প্রস্তুতি ম্যাচ খেলা আমাদের জন্য জরুরী ছিলো’
Next articleপ্রস্তুতির জন্য সৌদি আরব যাবে জামাল ভুইঁয়া’রা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here