ঢাকা এসে পৌঁছেছেন ব্রাদার্স ইউনিয়নের প্রধান কোচ ইরানি বংশোদ্ভূত জার্মান রেজা পার্কাস। অবনম এড়াতে আবারো এই কোচের তত্ত্বাবধানে গেলো গোপীবাগের ক্লাবটি।
২০১৯ সালের প্রথম বারের মত ব্রাদার্স ইউনিয়নের দায়িত্বতে ছিলেনন রেজা পার্কাস। এরপর ক্লাবটি ছাড়ার পর আর কোন দলে কোচিং করাননি ৫৩ বছর বয়সী এই কোচ। জার্মানি সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে উয়েফা প্রো লাইসেন্সধারী রেজা পার্কাসের।
পার্কাসের পৌঁছানোর বিষয়ে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান অফসাইডকে জানান, ‘সকালে এসে পৌছেঁছেন তিনি। করোনা টেস্ট করানো হয়েছে। আপাতত কোয়ারেন্টাইনে আছেন। রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেয়া হবে কখন প্র্যাকটিস শুরু করবেন।’
এই মৌসুমে মোটেও সুবিধাজনক অবস্থানের নেই ব্রাদার্স ইউনিয়ন। ১৬ ম্যাচে জয় মাত্র একটি। দুই ড্রয়ের সাথে রয়েছে ১৩ টি পরাজয়। আর মাত্র আট ম্যাচ বাকি, যেখানে পাঁচ পয়েন্ট অবনমনের শঙ্কায় ঐতিহ্যবাহী ক্লাবটি।
দ্বিতীয় পর্বের শুরুতেই ব্রাদার্সের দায়িত্ব নেয়ার কথা থাকলেও ফ্লাইট জনিত সমস্যায় আসতে পারেননি। তবে আগেই তার সাথে চুক্তি সম্পন্ন করে ব্রাদার্স ইউনিয়ন।