ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচ খেলতে নির্ধারিত সময়ের দুই দিন আগেই কাতার যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
পূর্বে ৩০ মে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও ২৮ মে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি। ঐদিন সকাল ১১ টায় কাতার এয়ারওয়েজে করে রওনা হবে জামাল ভুইঁয়ারা। বাংলাদেশ জাতীয় ফুটবলের বহর মোট ৩৫ সদস্যের। এর মধ্যে ২৫ জন খেলোয়াড় ও ১০ অফিশিয়াল রয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী দুইজন খেলোয়াড় করোনা আক্রান্ত। তাদের পরবর্তী কোভিড পরীক্ষার ফলাফল এখনও জানানো হয় নি।
আগামীকাল (২৭ মে, ২০২১) বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিঃ এর সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি ক্লোজডোর হবে।
কাতারে পৌঁছানোর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলেড কাতার এয়ারপোর্টেই পুনরায় কোভিড টেস্ট করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে ওই রিপোর্টে জানা যাবে। তারপর থেকেই তারা দল কাতারে প্রশিক্ষণ শুরু করবে।