ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে আজ প্রথমবারের মতো কাতারে অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে সবচেয়ে স্বস্তির সংবাদ, কাতারে গিয়ে করোনা পরীক্ষার সকলের নেগেটিভ এসেছে। এতে কাতারে অবস্থান করা পূর্ণাঙ্গ দল আজ অনুশীলনে অংশ নেয়।
কাতারের আবহাওয়া বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন। তাপমাত্রা বেশি, তবে এতে দ্রুতই মানিয়ে নিতে হবে খেলোয়াদের এমনটাই জানান কোচ জেমি ডে’র। তিনি বলেন, ‘এখানে গরম কিছুটা বেশি। খেলোয়াড়রা যে আবহাওয়ায় অভ্যস্থ তার থেকে ভিন্ন। এখানের পরিবেশন ভিন্ন, তবে আমাদের দ্রুতই মানিয়ে নিতে হবে।’
গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন জানান, ‘এখানে অনেক গরম। প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা। এখানে হোটেল, প্র্যাকটিস মাঠ সবকিছুর আয়োজন ভালো। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ফলাফল করে দেশে ফিরতে পারি।’
বিশ্বকাপ বাছাইয়ে ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।