ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচের প্রথমটিতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিমগত্তা ও র্যাংঙ্কিংয়ে আফগানরা এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা দিয়ে পূর্ণ পয়েন্ট পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইঁয়া।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জামাল ভুইঁয়া নিজেদের সেরাটা দিয়ে পূর্ণ পয়েন্ট আদায়ে আশাবাদ ব্যক্ত করেন, ‘আমরা চেষ্টা করবো সেরাটা খেলার, শতভাগ দেওয়ার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা ৩ পয়েন্ট পাবো।’
তবে আফগানরা শারীরিকভাবে শক্তিশালী এটি জানেন জামাল। কিন্তু ট্যাকনিক্যালি নিজেদের এগিয়ে রেখে ভালো খেলার বিষয়ে প্রত্যাশি তিনি, ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। ওরা অনেক ফিজিক্যাল। আমাদের চেয়ে লম্বা। কিন্তু আমরাও ট্যাকনিক্যালি শক্তিশালী। এগিয়ে আছি কিছুটা।’
সর্বশেষ দেখায় বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে ঐ ম্যাচ নিয়ে ভাবছে না বাংলাদেশের ফুটবলাররা। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ খেলতে খেলোয়াড়রা মুখিয়ে আছে বলে নিশ্চিত করেন অধিনায়ক।