‘আমরা আমাদের জনগণের জন্য আছি; আফগানিস্তান একমাত্র যুদ্ধের ভূমি নয়; আগামীকালের বিজয়ী হতে হবে। আফগানিস্তান যে যুদ্ধের দেশ নয় তা বিশ্বকে দেখাতে এসেছি আমরা। ফুটবলেও আমাদের ভালো প্রতিভা আছে।’

– সংবাদ সম্মেলনে শুরুতেই নিজেদের প্রত্যয়ের কথা জানিয়ে দেন আফগানিস্তান জাতীয় দলের কোচ আনৌশ দস্তগীর।

সর্বশেষ দেখায় এই তরুণ কোচের দল বাংলাদেশকে হারিয়েছে। সামনের ম্যাচগুলোকে ঘিরে অনুশীলনের পাশাপাশি দুটি প্রীতি ম্যাচও খেলেছে তার দল। ফলে জয় ছাড়া কিছুই ভাবছে না তারা।

নিজেদের লক্ষ্য স্পষ্ট জানিয়ে আনৌশ দস্তগীর বলেন,

‘ভালো খেলার জন্য আমাদের দলে ইউরোপীয় খেলোয়াড় আছে এবং আগামীকালের খেলায় বিজয়ী হতে হবে, এজন্য আমাদের কোন অজুহাত থাকবে না।’

তবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা হবে বলে মনে করেন তিনি,

‘কালকের (আজকের) খেলা দুই দলই জিততে চাইবে। আমার মনে হয় ভালো খেলা হবে।’

অন্তত তৃতীয় হতে চায় আফগানিস্তান। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা। কোচ বলেন,

আমরা এখানে টেবিলের তৃতীয় স্থান অধিকার করতে এসেছি এবং চেষ্টা করব। সবাই জানে কাতার আমাদের গ্রুপের সেরা দল এবং ফলাফলও সেটি স্পষ্ট। দ্বিতীয় দল স্পষ্টভাবে ওমান । তৃতীয় স্থান আমাদের ও ভারতের মধ্যে এবং অবশ্যই বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল।’

Previous article‘আফগানিস্তান ম্যাচ খুবই কঠিন হবে’
Next articleম্যাচ প্রিভিউ: আফগানদের শারীরিক ক্ষমতা বনাম বাংলাদেশের ট্যাকনিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here