ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচের প্রথমটিতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের আলোচনার কেন্দ্রে রয়েছে একাদশে কারা খেলবে বাংলাদেশের হয়ে। যেখানে অভিষেকের অপেক্ষায় তারিক কাজী।

বাংলাদেশের একাশে গোলবারের নিচে আনিসুর রহমান জিকোর থাকা নিশ্চিতই বলা চলে। আশরাফুল ইসলাম রানা দলে না থাকায় জিকো কোন সন্দেহ ছাড়াই জেমি’র প্রথম চয়েজ। এছাড়া অটো চয়েজ হিসেবেই দলে থাকছেন অধিনায়ক জামাল ভুইঁয়া, তপু বর্মন ও রিয়াদুল হাসান রাফি।

আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকা প্রবাসী ফুটবলার তারিক কাজীর আজই হতে যাচ্ছে লাল সবুজের জার্সিতে অভিষেক। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রহমত মিয়ার মধ্যে একটি প্রতিদ্বন্দ্বীতা রয়েছে, তবে প্রথম একাদশে রহমত মিয়ার খেলা সম্ভাবনা বেশি।

মধ্যমাঠে জামাল ভুইঁয়ার সঙ্গী হবে সোহেল রানা ও মাসুক মিয়া জনি। এইসকল পজিশনে কারা থাকছে তা অনেকেই ধারণা করতে পারলেও মূলত আক্রমন ভাগে খেলোয়াড়দের নিয়ে সকলের আগ্রহ বেশি। আফগানদের বিরুদ্ধে দুই উইংয়ে দেখা যেতে পারে গতিসম্পন্ন রাকিব হোসেন ও বিপলু আহমদকে। ইব্রাহীম দলের সাথে কাতার থাকলেও এখনও শারীরিক দূর্বলতা কাটেনি। ফলে এই ম্যাচে বেঞ্চেও থাকছেন না তিনি। তবে বাংলাদেশের গোল করার মূল দায়িত্বে দেখা যেতে পারে মতিন মিয়াকে। তিনজন ফরোয়ার্ডই গতিসম্পন্ন হওয়ায় প্রতি আক্রমনে আফগানদের পরীক্ষা নিবে তারা এটি বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

জিকো, রহমত, রাফি, তপু, তারিক, জামাল, সোহেল, জনি, বিপলু, মতিন, রাকিব।

Previous articleম্যাচ প্রিভিউ: আফগানদের শারীরিক ক্ষমতা বনাম বাংলাদেশের ট্যাকনিক
Next articleঅসুলভ আচরণের দায়ে নিষেধাজ্ঞায় ছয় খেলোয়াড় সহ দুই দলের দুই কর্মকর্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here