সর্বশেষ বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে বাংলাদেশী সমর্থকদের হতাশার কারণ হয়েছিলেন এক ভারতীয় ডিফেন্ডার। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত লিডে থাকা বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে নিয়ে ভারতকে সমতায় ফেরান ডিফেন্ডার আদিল খাঁন। পুনরায় বাংলাদেশ-ভারত ম্যাচের আগে তিনিই আভাস দিলেন ভালো প্রতিদ্বন্দ্বিতার।

বাংলাদেশের ফুটবলে উন্নতি চোখে পড়েছে আদিল খানের। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করে এই ডিফেন্ডার, ‘বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। ম্যাচটিতে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

গত ম্যাচের কাতারের বিপক্ষে অনেকটা সময় ১০ জনের দল হয়েও মাত্র একটি গোল হজম করেছে ভারত। আত্মবিশ্বাসী আদিল খান মনে করেন বাংলাদেশকেও রুখে দিতে পারবে ভারতের ডিফেন্স, ‘আমরা কাতারের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্স করেছি। আশা করি বাংলাদেশের ম্যাচেও করতে পারব। বাংলাদেশের ফরোয়ার্ডদের রুখতে আমরা সক্ষম হব।’

র‌্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে। ভারতের অবস্থান ১০৫ নম্বরে যেখানে বাংলাদেশের ১৮৪ তে। তবে র‌্যাঙ্কিংয়ের হিসাব পাশে রেখে দুই দলের মধ্যকার ইতিহাস, সমর্থকদের উল্লাস মিলিয়ে একটি দারুণ ম্যাচই অপেক্ষা করছে বলে ধরে নেয়া যায়।

Previous articleনোফেলের বিরুদ্ধে ফরটিসের জয়
Next articleভারতের ম্যাচ ডিফেন্ডারদের চ্যালেঞ্জ ভাবছেন রহমত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here