আফগানিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু সামনে রয়েছে ভারত পরীক্ষা, তাই চ্যালেঞ্জটাও যে বড় তা সহজেই অনুমান করা যাচ্ছে।
সামনে বড় দল,তাই তো পরিকল্পনাটাও বড় জেমি ডে’র। ডিফেন্সকে নিয়ে মূল পরিকল্পনা সাজানো হবে বাংলাদেশের তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ডিফেন্ডার রহমত মিয়াও ডিফেন্ডিংয়ের চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন,
‘স্বভাবতই বড় দলের বিপক্ষে ডিফেন্সিং চ্যালেঞ্জটা অনেক বেশী জরুরি। কারণ ছোট একটা ভুলের জন্যেও আমাদের গোল হজম করতে হতে পারে। তাই আমাদের ডিফেন্সের দিকে বেশী মনোযোগ দিতে হবে। যাতে করে আমরা কোনো রকম ছোটখাটো ভুল না করি।আমরা আমাদের ডিফেন্স কমপ্যাক্ট রাখার চেষ্টা করবো।’
টাইগার ডিফেন্ডার রহমত মিয়া আরো বলেন,
‘বড় দল মানে শক্তিশালী ফরোয়ার্ড। খেলোয়াড়েরা বল তাড়াতাড়ি মুভ করে। তাই আমাদের ডিফেন্সে কমপ্যাক্ট থাকতে হবে। ৭ই জুন ভারতের সাথে আমাদের ম্যাচ। আমি প্রথম লেগে ভারতের সাথে এওয়্যে ম্যাচও খেলছি। আমরা তাদের এটাকিং সাইট, তাদের উইক পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট সম্পর্কে জানি।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ভাগে বিভক্ত হয়ে জিম সেশন সম্পন্ন করেছে। বিকালে হবে মূল প্র্যাকটিস। বড় ম্যাচের আগে নিজেদের পুরোপুরি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা।