ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ একাদশে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।
কার্ড সমস্যায় নিয়মিত অধিনায়ক জামাল ভুইঁয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়া স্কোয়াডের বাইরে থাকছেন তা নিশ্চিত। ইনজুরিতে সোহেল রানাও দলের সাথে নেই। তাই একাদশ সাজাতে প্রচুর সমস্যায় পড়তে হবে জেমি ডে’কে। গোলবারের নিচে আনিসুর রহমান জিকো একেবারে নিশ্চিত। সাথে অটো চয়েজ হিসেবে থাকবেন তপুর বর্মন, রিয়াদুল হাসান। আজ অধিনায়কের দায়িত্বও পালন করবেন তপু।
দুই উইং ব্যাকেই আসবে পরিবর্তন। দুই তরুণ রিমন হোসেন ও ইয়াসিন আরাফাতকে দেখা যেতে পারে মূল একাদশে। তাহলে ফর্মে থাকা তারিক কাজী কোথায় এমন প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। তারিক কাজীকে আজ দেখা যেতে পারে মানিক মোল্লার সাথে হোল্ডিং মিডফিল্ডে।
মধ্যমাঠে রাকিব হোসেনের সঙ্গী হতে পারে মোহাম্মদ ইব্রাহীম ও মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া একক স্ট্রাইকার হিসেবে সামনে দায়িত্ব পালন করতে পারে মতিন মিয়া। ওমানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪ গোল হজম করলেও একটি গোল দিয়েছিলো বাংলাদেশ। তাই এবারও প্রতি আক্রমনের ছকই আঁকছেন বাংলাদেশ দলের কোচ।