দেশের নারী ফুটবলের রোল মডেল সাবিনা খাতুন। বাংলাদেশের কতজন নারী ফুটবলার যে তাকে আইডল মেনে ফুটবল খেলছে তার হয়তো হিসেব নেই। তবে হিসেব রয়েছে সাবিনার গোলে। গোলের নতুন রেকর্ড গড়লে এই তারকা স্ট্রাইকার। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে মহিলা ফুটবল লীগে শততম গোল করেছেন তিনি। আজ সদ্যপুস্কুরনী যুব এসসি’র বিরুদ্ধে তার ব্যক্তিগত দ্বিতীয় গোল রচিত হয় এই বর্ণিল রেকর্ড।

মহিলা লীগে চার মৌসুমে বর্তমানে তার গোল সংখ্যা ১০১ টি। ২০১১ সালে শেখ জামালের হয়ে ২৫ টি গোল, ২০১৩ সালে মোহামেডানের হয়ে ২৮ টি গোলের পর গত মৌসুম ও চলতি মৌসুম মিলিয়ে বসুন্ধরা কিংসের পক্ষে ৪৮ গোল করেছেন তিনি। এতে পূর্ন হয় তার শতকের কোটা।

আজ খেলা শেষেই তার এই রেকর্ড উদযাপন করে বসুন্ধরা কিংস। তাই ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাবিনা। অফসাইডকে তিনি বলেন,

‘শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই আমার ক্লাব প্রেসিডেন্টকে। তার কারনেই আসলে এত সুন্দর একটা মুহুর্ত আমি উপহার পেয়েছি। তিনি আমার শত তম গোল উদযাপনের ব্যবস্থা করেছেন।’

তবে পথচলাটা সহজ ছিলো না সাবিনার। বর্তমানের অনেক মেয়ে ফুটবলে আসতে চাইলেও সাবিনার শুরু সময় তা বেশ কঠিন ছিলো। আলাপচারিতায় কতটা কঠিন ছিলো শুরুটা সে সম্পর্কে তিনি বলেন,

‘মেয়েদের জন্য কোন কাজই সহজ নয়! সেটা চাকরি বলেন বা অন্য কোন সেক্টর। আর ফুটবল; সেটাতো আরো কঠিন বিষয়।আমার শুরুটাও অনেক কঠিন ছিলো। যাই হোক আমি সব বাধা অতিক্রম করে আল্লাহ্ রহমতে এগিয়ে চলেছি। শততম গোলও আজ পেয়ে গেলাম।’

Previous articleগ্রাসরুট দিবস পালন করলো বাফুফে
Next articleপরিত্যক্ত কাঁচিঝুলি ও নাসরিন একাডেমির ম্যাচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here