নারীদের ফিফা র্যাংকিংয়ে ১৩৭ নম্বরেই রইলো বাংলাদেশ নারী ফুটবল দল। নিয়মিত ম্যাচ না থাকায় কয়েক বছর যাবতই উন্নতির কোন ছাপ নেই দেশে নারী ফুটবলের জাতীয় দলে।
আজ (শুক্রবার) পকাশিত্র র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত সবার ওপরে রয়েছে। তাদের অবস্থান ৫৭ নম্বরে। এরপরই রয়েছে নেপাল, তাদের র্যাংকিং ১০০। ১৩৭ নম্বরে থাকা বাংলাদেশ তৃতীয়। এছাড়া শ্রীলঙ্কা ১৪৩, মালদ্বীপ ১৪৪ ও ভুটান ১৬১ নম্বর অবস্থানে রয়েছে।
নারী এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড ও ব্রাজিল।